1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সম্মাননা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যরঞ্জন চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত ও সম্মানিত অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত উপজেলার বাহ্রা ইউপি চেয়ারম্যান অ্যাড. সাফিল উদ্দিন মিয়া, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা, বান্দুরা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, শাহিন খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাড. জাহিদ হায়দার উজ্জল, কোষাধ্যক্ষ সুজন বাবু, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব, সাবেক ছাত্রলীগে নেতা আতিক বাবু, রাসেল পারভেজ সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ