ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে রুবেল নামে দ্বিতীয় শ্রেণির শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুবেল দোহার পৌরসভার ১নং ওয়ার্ডের মো.বাবুলের ছেলে।
নিহতের পিতা মো. বাবুল জানায়, গতকাল শুক্রবার সকালে নিহত রুবেল তার নানা বাড়ি বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে বেড়াতে যায়। শনিবার সকালে পদ্মা নদীতে গোসল করতে নেমে রুবেল গভীর পানিতে ডুবে যায়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রুবেলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের মধ্যে নিহত রুবেল ছিলেন বড়। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.