ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা, বাহ্রা ও বক্সনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫জন মাদক সেবনকারীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
ভ্রাম্যমান আদালত সৃত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় রুবেল (২৫), গোলাম আনাস(৩৪), আব্দুর রশীদ (৭৩), মো. ছিদ্দিক (৫৪) ও ফেরদৌস আলী (৩৬) কে গাজা, ইয়াবা সেবন ও সংরক্ষণ করার অপরাধে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে আব্দুর রশীদ, মো. ছিদ্দিক ও ফেরদৌস আলীকে ১ মাসের ও রুবেল ও গোলাম আনাস কে ৩ দিন করে বিনাশ্রম সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
মাদক বিরোধী অভিযান কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপরিদর্শক আব্দুল কাদের বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাকৃত আসামীদেরকে শনিবার সকালে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন