ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে খতিয়া গ্রামে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে ৩জন জুয়ারিকে তিন মাস করে বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে শোল্লা ইউনিয়নে খতিয়া গ্রামে প্রকাশ্যে জুয়ার আসর বসছে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করে ৩টি মামলা দিয়ে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপ-পরিদর্শক আবু নাসের বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত তিন জুয়ারিকে বুধবার সকালে কারাগারে পাঠানো হবে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, জুয়া সামাজিক ব্যাধি। প্রকাশ্যে জুয়ারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন