কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন কেরানীগঞ্জ উপজেলার সদ্য নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম।
রোববার দুপুর ১২টায় সময় উপজেলা কনফারেন্স হল রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের উদ্যোগে কারণে ভাল ও বড় কাজ সম্পন্ন হয়েছে। সাংবাদিকরা হল শিক্ষিত বুদ্ধিসম্পন্ন। সাংবাদিকরা হল সমাজের বিবেক ও রিপ্রেজেন্টারও বটে।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান খান, সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাহ্উদ্দিন মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্য করুন