করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ঢাকার নাবাবগঞ্জে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত ৩০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ প্রিয়বাংলা নিউজ২৪কে জানান, নবাবগঞ্জ উপজেলায় গত একমাসে সোমবার পর্যন্ত বিদেশ থেকে এসেছে ৪৬১ জন। এর মধ্যে ১৫৮ জনের কোয়ারেন্টাইনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩০৩ জন। তিনি জানান, ছাড়পত্র পাওয়া কারও মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ মেলেনি।
Leave a Reply
You must be logged in to post a comment.