ঢাকা মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাাজা এলাকায় মহাসড়কে যাতায়াতের জন্য ব্রিজের দুই পাশে দু’টি গেট খুলে দেওয়া দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ , হকার ও দোকানদাররা। রবিবার দুপুরে বঙ্গবন্ধু মহাসড়কের টোল প্লাজার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় শতাধিক হকার ও দোকানদার অংশগ্রহণ করে।
মানববন্ধনে ভুক্তভোগীরা দাবী করেন, তারা দীর্ঘদিন ধরে ধলেশ্বরী টোল প্লাাজা এলাকায় হকারি করে দিনযাপন করছে। সম্প্রতি ব্রিজের দুই পাশে রড দিয়ে মহা সড়কে উঠার রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না। ফলে অনেকের আয় রোজকার বন্ধ হয়ে যাবে, পাশাপাশি মহা সড়কের সুফল থেকে বঞ্চিত হবে এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে মহা সড়কে উঠার ব্যবস্থা না করলে তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসে যেতে হবে বলে জানায় ভুক্তভোগীরা।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হেলাল, শাহ আলম শিকদার জুম্মন, মোঃ কাউসার ও বিউটিসহ স্থানীয় দোকানদার ও হকাররা।
মন্তব্য করুন