করোনা ভাইরাসের শঙ্কায় হাসাপাতালগুলোতেও কমে গেছে রোগীর সংখ্যা। ঢাকা জেলার দোহার উপজেলার ৫০ শয্যার সরকারি হাসপাতালে মাত্র ১ জন রোগী ভর্তি রয়েছেন।
সোমবার সরেজমিন পরিদর্শণে দেখা যায়, যে সময়টাতে রোগীদের আগমনে হাসপাতাল থাকত কর্মমূখর। সেখানে খাঁ খাঁ করছে ৫০ শয্যার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পুরো হাসপাতালে মনোয়ারা বেগম (৪৩) নামে একজন রোগী ভর্তি আছেন। ওই রোগীর স্বজনরা জানান, সোমবার ভোর রাতের দিকে তীব্র পেটে ব্যাথা নিয়ে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা আতঙ্কে গত ২/৩ তিন ধরে রোগীরা কম আসছেন হাসপাতালে। বেসরকারি ক্লিনিকগুলোতেও রোগীর সংখ্যা যে কোন সময়ের তুলনায় কম। সরকারি হাসপাতালে যারাও আসছেন তারা জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। তবে আমাদের চিকৎসক ও নার্সরা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন