ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গরম পানিতে পড়ে এক শিশু দগ্ধ হয়েছে।
উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আব্দুল করিম শিকদার (৩) ওই গ্রামের কুয়েত প্রবাসী জামাল শিকদারের ছোট ছেলে।
দগ্ধ শিশুটির মা তানিয়া কেঁদে কেঁদে জানান, সকালের নাস্তার জন্য চা ও রুটি বানানোর জন্য একটি পাত্রে সে পানি প্রচন্ড গরম করে নিচে রেখে সেখান থেকে পানি নিয়ে আটা গুলাচ্ছিল। এসময় তার পাশেই চেয়ারে বসা ছিল করিম। হঠাৎ কোনো কিছু বুঝে উঠার আগে চেয়ার থেকে গরম পানিতে পরে দগ্ধ হয় শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিনন্দ সরকার অনুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিয়বাংলা নিউজ ২৪ কে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফুটানো পানি প্রচন্ড গরম থাকায় শিশুটির পেটের বাম পাশের থেকে নিচের অনেকটা অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য শিশুটিতে ঢাকায় পাঠানোর প্রয়োজন হতে পারে বলে জানান এ চিকিৎসক।
মন্তব্য করুন