ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজন করেন।
পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সমবায়ী নির্মল সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার,নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভ‚ইয়া কিসমত, উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা, সহকারি কর্মকর্তা মিরাজসহ উপজেলার বিভিন্ন সমবায় প্রধানগণ।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও সমবায় সমিতির সদস্যবৃন্দ।
অন্যদিকে দোহারে নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
মন্তব্য করুন