ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকার আংগিনা মসজিদের পাশের রাস্তা থেকে হাসান (৪৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।
নিহত হাসান উপজেলার ইসলামপুর গ্রামের মো. আবু কাশেমের ছেলে। সে সুইপারের কাজ করতো বলে জানা গেছে।
নিহত হাসানের পিতা মো. আবু কাশেম প্রিয়বাংলানিউজ২৪কে জানান, হাসান দীর্ঘদিন যাবত বাড়িতে থাকতো না। সে চর জয়পাড়া এলাকায় অন্য কয়েকজন সুইপারদের সাথে একটি বাড়িতে ভাড়া থাকতো। তার সহকর্মীরা শনিবার সকালে আমাকে হাসানের মৃত্যুর খবর দেয়। পরে আমরা পরিবারের সবাই যাই। এরপর পুলিশ এসে লাশ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে এস আই আব্দুল বারেক জানান, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় হাসানের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন