ঢাকার নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন গাঁজা সেবনকারীকে আটক করেছে ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম ।
বুধবার বিকেলে তাদের প্রত্যেককে ১৫ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপরিদর্শক মো. শাহজালাল ভূইয়া জানান, বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের তৈয়ব আলীর মাজার থেকে ৭জন ও যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল এলাকা থেকে ১জনকে গাঁজা সেবন ও সংরক্ষণ করার দায়ে আটক করা হয়। পরে বিকেলে তাদেরকে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিমের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
মন্তব্য করুন