ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নের বড়নগর এলাকায় ভেজাল টমেটো সস তৈরী কারখানায় অভিযান চালিয়ে নেছার উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
জানা যায়, উপজেলার বড়নগর এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর টমেটো সস তৈরী করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন মানহীন অস্বাস্থ্যকর টমেটো সস তৈরী করার অপরাধে নেছার উদ্দিনকে তিন মাসের করাদণ্ড দেয়া হয় এবং কারখানায় তৈরী করা ১২শ’ লিটার ভেজাল টমেটো সস জব্দ করা হয়। এসময় কারখানাটি সাথে সাথে বন্ধ করে দেয়া হয় ও জব্দ করা টমেটো সস নষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন