ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের চাপায় মনির হাওলাদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১২ টায় উপজেলার রোহিতপুর ধর্মশুর বড়ইগাচ তলা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের নাসির হাওলাদারের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ ।
নিহত মনির হাওলাদার ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রামের বাড়ী সিরাজদিখানে যাচ্ছিলো বলে স্থানীয় সুত্রে জানা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী জয়নাল জানান, তিনি রাত ১১ টার পর আব্দুল্লাহপুর-সোনাকান্দা হয়ে সাভারের দিকে যাচ্ছিলেন। রাস্তার পাশে হঠাৎ এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে আশেপাশের লোকজনকে খবর দিলে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি মামুন অর রশীদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন