ঢাকার দোহার উপজেলায় ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন