1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জার্মানিতে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৮৫১ বার দেখা হয়েছে।

জার্মান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

সভায় স্বাগত বক্তব্য দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সাবেক সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া এনডিসি। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী রুবেল ও সেলিম ভূইয়া।

প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান, জার্মান আওয়ামী লীগ সাবেক প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজীব মজুমদার, বাংলাদেশ মহিলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদা নাজনীন।

বক্তব্য দেন- শাহাবুদ্দিন, জয়নাল হক, হাফিজুর রহমান আলম, মিজানুর হক খান, মাবু জাফর স্বপন, মাহফুজ ফারুক, নুরজাহান খান নুরি, কে এম লোকমান হোসেন, বজলুর রশীদ ভুলু, মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লা, মোবারক আলী ভূঁইয়া বকুল, নজরুল ইসলাম খালেদ, রোমান মিয়া, নোমান হামিদ, মাসুদুর রহমান মাসুদ, আলমগীর আলম, হাকিম টিটু, খান লিটন, সাইফুদ্দিন রিচার্ড।

আরও বক্তব্য দেন- আবুল কালাম, শাহআলম, নিতিশ কুন্ডু, বদিউজ্জান, ফিরোজ আহমেদ, সোহাগ মোল্লা, শেখ রেদোয়ান, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মো. কুদ্দুস আলী, খান সিহাব, ফরাহাদুজ্জামান ভুইয়া, আওয়াল খান, সিরাজুল ইসলামসহ আরো অনেকেই।

সভার প্রধান অতিথি শাজাহান খান বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর