1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

রাত পোহালেই দোহারের তিন ইউনিয়নের ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন

শামীম আরমান.
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে।

সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রায় দুই যুগ পর কাল বুধবার ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট দফতরগুলো। এদিকে, ভোট প্রহণে নির্বাচনী সকল সরঞ্জামাদি জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ভোট সামগ্রী হস্তান্তর করছেন নির্বাচন পরিচালনার দায়িত্বরত কর্মকর্তারা।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রে ১৭৪ টি কক্ষে অতিরিক্তসহ ৪৩৫টি ইভিএম এর মাধ্যমে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩৪৮ জন পুলিং অফিসার, ২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দোহার থানা পুলিশে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এসময় তিনি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীদের ঈমানকে মজবুত রেখে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর