1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১১ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ

প্রিয়বাংলা নিউজ২৪ ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৯৩৩ বার দেখা হয়েছে।

সব মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্তের আলোকে এ নির্দেশ দেয়া হয়েছে। অধিদপ্তর থেকে সব মাদরাসায় এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় সব দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৯ জানুয়ারি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মাদরসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে সব মাদরাসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়টি জানিয়ে সব সরকারি-বেসরকারি মাদরাসা ও বিএমটিটিআইতে চিঠি পাঠানো হয়। চিঠিতে, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর