1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

নবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তা সহ আরও ১৫ জনের করোনা শনাক্ত

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২২৭১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার (৭ জুন) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৫ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। নতুন আক্রান্তরা জয়কৃষ্ণপুর, বান্দুরা, কলাকোপা, আগলা, যন্ত্রাইল ও চুড়াইন ইউনিয়নের বাসিন্দা।

ডা. অনুপ জানান, গত মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ওই ১৫ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন ও মৃত্যুবরণ করেছেন ২জন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এ চিকিৎসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ