1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) উপজেলার সাপলেজা গ্রামের লক্ষ্মী মন্দির প্রাঙ্গণ থেকে এ সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

স্বাস্থ্য সেবা ক্যাম্পে ডায়াবেটিস, হার্ট, উচ্চ রক্তচাপের শতাধিক নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।

নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল জানান, সুশৃঙ্খল সমাজ বিনির্মানে সামাজিক সংগঠনের ভূমিকা প্রাচীনকালের। সংগঠন প্রতিষ্ঠার পরে থেকে আমরা এলাকাবাসীর জীবনমান উন্নয়নে নানা ধরণের কর্মকান্ড পরিচালনা করে আসছি। ৭ম বারের মতো বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি বাস্তবায়ন করা হলো। আমরা আরও সামাজিক কাজ করতে চাই।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুকান্ত সরকার,যুগ্ম সম্পাদক আনন্দ সিদ্ধা, সদস্য কমল সরকার, নিতাই বিশ্বাস, সুর্বনা বেপারী প্রমুখ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর