1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউনিয়ন আ’লীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক। প্রিয়াবংলা নিউজ২৪
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২৪ বার দেখা হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলার ১৪টি ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

১৪টি ইউনিয়নের কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন নবগঠিত আহবায়ক কমিটির নেতাকর্মীরা। দলের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে বলে জানান তারা।

এসময় ১৪টি ইউনিয়নের আহবায়ক, যুগ্মআহবায়ক ও সদস্যসহ তৃণমূলের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে আহ্বায়ক মিজানুর রহমান কিসমত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনকে গতিশীল করতে মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত করে ত্যাগি ও পরিক্ষিত নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ