1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ১২ মে ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জমি নামজারী প্রতারণায় সাবেক মেম্বারের সাজা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৭৫৮ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমির নামজারী প্রতারণায় লিপ্ত থাকায় বক্সনগর ইউনিয়নের সাবেক মেম্বার সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

জানা যায়, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে জমি নামজারী করে দেয়ার প্রতারণায় লিপ্ত এবং সরকারি নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশী টাকা আদায় করেন। এছাড়া ‘ক’ তালিকাভূক্ত জমি নামজারি করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার এ অপরাধমূলক কর্মকান্ডে ভূমি সেবা গ্রহীতারা হয়রানির শিকার হচ্ছে। রবিবার দুপুরে সদর ভূমি অফিসে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার এসআই সোহেল মোল্লা বলেন, সাব্বির হোসেনকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের কারাদন্ড দিয়েছে। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর