1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৬৩৮ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মিজানুর রহমান ভ‚ঁইয়া কিসমত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বক্কর সিদ্দিকী।

মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, সদস্য খন্দকার শাহআলম, তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন সহ ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আলীমুর রহমান খান পিয়ারা, আবেদ হোসেন, আব্দুল ওয়াদুদ মিয়া, হিল্লাল মিয়া, পান্নু মিয়া, দেওয়ার তুহিনুর রহমান প্রমুখ।

অপরদিকে বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ পুলিশের আয়োজনে নবাবগঞ্জ থানা প্রাঙ্গনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করা হয়। বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি মো. জহিরুল ইসলাম, থানার ওসি সিরাজুল ইসলাম শেখ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় করেন স্বপন কুমার সরকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ