1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জে গণটিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫২০ বার দেখা হয়েছে

সারা দেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচী ২০২১ শুরু করা হয়েছে। শনিবার সকাল ৮টায় যন্ত্রাইল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,২ ও ৩ নং ওয়ার্ডসহ নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের টিকাদান কার্যক্রম এক যোগে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করেণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, নবাবঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, ট্যাগ অফিসারগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্য দিকে একই দিনে দোহার উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করেণ।

টিকার কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেণ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিনসহ ট্যাগ অফিসার ও ইউনিয়নের সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ