1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের চোরাই কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৬৮ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী কাপড় (শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা) সহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ অক্টোবর) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কেরানীগঞ্জ উপজেলার কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান চোরাই বিদেশী কাপড় সহ একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে জব্দকৃত চোরাই কাপড় ও ট্রাক রাজধানীর সিদ্দিক বাজার কাস্টমস গুদামের সহকারী রেভিনিউ কর্মকর্তা জনাব মো. আরিফ উদ্দিনের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ