1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা ও ঢাকা জেলা প্রতিনিধি রাকিব হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মানহানি মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা।

সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন রতন, সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সিনিয়র সাংবাদিক শফিক চেীধুরী, সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন, মিয়া আব্দুল হান্নান, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ রায়হান খান ও আবু জাফর প্রমুখ।

উল্লেখ্য, গত ২০জানুয়ারি দৈনিক নয়া দিগন্তে ”রাজনৈতিক মদদে শক্তিশালী নেটওয়াকর্, কিশোর গ্যাংয়ের অপরাধ বাড়ছে কামরাঙ্গীরচরে” শিরোনামে সংবাদ প্রকাশ হলে গত ৩১ জানুয়ারি কামরঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু ওরফে মো. মাসুদ বাদী হয়ে আদালতে মানহানী মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ