1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

নবাবগঞ্জে নারী উদ্যোক্তা তৈরী লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৯ বার দেখা হয়েছে

“ নিজেই গড়ি নিজের জীবন” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে নারী উদ্যোক্তা তৈরী করার লক্ষ্যে নারীদের বিনামূল্যে আর্টিফিসিয়াল জুয়েলারি গহনা তৈরীতে ৪০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করেন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল।

নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক ও বাংলার ছাঁপ ঢাকা এর নারী উদ্যোক্তা হাসিনা হোসেন।

পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন, ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এর প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি।

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করে নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র সভাপতি শফিউর রহমান তোতা ও নাফার অন্যান্য সদস্যরা।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০ জন সফল নারী উদ্যোক্তা তৈরী করবেন বলে সংগঠনটি এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক সায়মা রহমান তুলি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ