1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

দোহারে ছাত্রলীগের ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৭৩২ বার দেখা হয়েছে

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে ঢাকার দোহারে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী করেছে ছাত্রলীগ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে উপজেলার জয়পাড়া রতন স্বাধীনতা চত্ত্বরে হাতে হাতে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে এ কর্মসূচী পালন করে সংঠনটির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগাণ দেয়।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসাইন, পৌর ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ আরো অনেকে।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ধর্ষণকারীরা কোন দলের নয়, তাদের একটাই পরিচয় তারা অপরাধী। ছাত্রলীগ কোন অপরাধীর প্রশ্রয় দেয় না। ধর্ষণ, অন্যায়, অবিচারসহ নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসান চাই আমরা। এ ধরণের অপরাধের সাথে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই অপরাধ কমে আসবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার চিন্তাভাবনা করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ