ঢাকা জেলার নবগঠিত মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রবিবার সকালে রাজধানীর “ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধুর” প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার, ঢাকা জেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক গাজী শাকিলা আক্তার, যুগ্ম আহবায়ক তমা ভুঁইয়া, ইতি আক্তার, রিমা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমজীবি নারীরা অগ্র সেনানী হিসেবে কাজ করবে। এলক্ষ্যে সারাদেশে পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হবে। ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনের প্রথম বারের মত ঢাকা জেলা মহিলা শ্রমিক লীগের কমিটির অনুমোদন দেয়া হলো।
Leave a Reply
You must be logged in to post a comment.