কোভিড-১৯ প্রতিরোধে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুষ্টার গণ টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মতিউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম।
ডা. শহীদুল ইসলাম জানান, এ উপজেলায় ৫০ হাজার বুষ্টার ডোজ টিকার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী দিনে ১৪ হাজার ২ শত ৭১ জনকে বুষ্টার ডোজ দেওয়া হয়েছে। টিকার কার্যক্রম লাগাতার চলবে। তিনি জানান, করোনার প্রকোপ হঠাৎ করে বেড়ে যাওয়াতে স্বাস্থ্য সচেনতায় সকলকে সাবধান থাকতে হবে মাস্ক ব্যবহার জরুরী। যাদের বুষ্টার ডোজ গ্রহন করার সময় হয়েছে এ ডোজ নিতে সকলের প্রতি আহবান জানান তিনি।
মন্তব্য করুন