ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ সভা কক্ষে নিবন্ধন কার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এ. কে. এম. মনিরুজ্জামান তুহিন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. এইচ. মৃধা গিনি, সাধারণ সম্পাদক দুলাল হালদার প্রদিপ প্রমুখ।
পরে উপস্থিত নেতৃবৃন্দ পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে একজন নতুন ভোটারকে তালিকাভুক্ত করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য করুন