ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের আগুনে দরিদ্র পরিবারের জুতার মালামালসহ মটর চালিত তিনটি ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার হযরতপুর গ্রামের মুনসুর ওস্তাকারের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মো. হোসেনের দাবি আগুনে তিনটি ভ্যান গাড়ি ও গাড়িতে থাকা জুতার মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুন্দরা গ্রামের বাসিন্দা। সে হযরতপুর গ্রামের মুনসুরের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে বাড়ির লোকজন বাহিরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থল এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাহিরে থাকা মালামালসহ তিনটি ভ্যানগাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ মো. হোসেন বলেন, আমি আমার ছেলে ও মেয়ের জামাই ভ্যান গাড়িতে করে গ্রামে গ্রামে ফেরি করে প্লাষ্টিকের জুতা বিক্রি করি। মালামালসহ ভ্যান বাহিরে থাকে। তিনি বলেন, জানামতে আমার কোন শত্রু নাই। ঋণ করে ব্যবসা করছি আমরা তো কারো ক্ষতি করি নাই। কে বা কাহারা আগুন দিয়েছে জানি না। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
Leave a Reply
You must be logged in to post a comment.