1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

দোহারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪২০ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, বাল্যবিবাহ বন্ধ একটি সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে। যার শুধু তাই নয়, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক সম্পর্কে মসজিদ, মন্দির সহ সব ধর্মীয় উপাসনলয়ে জনসচেতনতায় বক্তব্য দেওয়া হয়। এসময় তিনি সব অসামাজিক কাজকে প্রতিহিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এর আগে উন্মুক্ত বক্তব্যের সুযোগে বক্তারা আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য দেন। দোহার থানার ওসি মোস্তফা কামাল দোহার থানার বিভিন্ন মামলার অগ্রগতি তুলে ধরেন। সাথে সবাইকে মাদক, ধর্ষণ, বাল্যবিবাহ সহ নানা অন্যায় কাজকে প্রতিহিত করতে সবাইকে সহযোগীতার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া একই স্থানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ