ঢাকার দোহারে বাল্যবিবাহ করানোর অভিযোগে ছেলের বাবা মো. মোশাররফ হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। বুধবার দুপুরে তাকে এ জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের বাসিন্দা।
জানা যায়, কিছুদিন পূর্বে উপজেলায় নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে সিয়াম আহমেদ মুন্নার সাথে শিলাকোঠা গ্রামের বাহালুল ইসলাম নুরুর মেয়ে মনিকা আক্তারের (১৩) বিবাহ হয়। বুধবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বির ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত বরের বাবা মোশাররফ হোসেনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধায়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ছেলে মেয়েকে নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দেন।
মন্তব্য করুন