ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তি রানী দাস (৪০) ও উপসর্গ নিয়ে সত্য চক্রবর্তী (৯০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৫ আগষ্ট) সকালে ঢাকার মহাখালির ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি রানী এবং দুপুরে নিজ বাড়িতে সত্য চক্রবর্তী মারা যান।
মৃত মুক্তি রানী দাস উপজেলার কলাকোপা ইউনিয়নের মধ্যনগর গ্রামের ও সত্য চক্রবর্তী একই ইউনিয়নে মহাজনপুর বাঁশপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপু জানান, মুক্তি রানী করোনায় আক্রান্ত হয়ে ১১ দিন যাবত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই দিন দুপুরে সত্য চক্রবর্তী করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।
পরে উপজেলা লাশ সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপুর নেতৃত্বে দুই জনের মরদেহ কলাকোপা শ্মুশানে সৎকার সম্পন্ন করা হয়। সৎকার কাজে সহায়তা করেন চিত্ত দাস, রিমন দাস, বাসুদেব শীল, মিঠুন চক্রবর্তী, শুভজিত সরকার, গণপতি বাড়ৈ, মিঠুন বাড়ৈ, অমল দাস।
দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম।
Leave a Reply
You must be logged in to post a comment.