1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

দোহারে লকডাউনের তৃতীয়দিনে ৪২ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

কঠোর লকডাউনের তৃতীয়দিনে সরকারের নির্দেশনা অমান্য করায় ঢাকার দোহারে ৪২ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফএম ফিরোজ মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

দিনব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে এবং জনগণকে সচেতন করতে উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া বাজার লটাখোলা মোড়, মেঘুলা বাজার, দোহার বাজার এবং থানার মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪২ জনকে ৯ হাজার ২শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ