1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে দ্বিতীয় ধাপে টিকা প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৬৬২ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ধাপে নতুন করে সিনোফার্মের করোনার টিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু ও থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ উপস্থিতিতে এ টিকা কার্যক্রম শুরু করেন।

এ সময় সালাউদ্দীন মনজু বলেন, সুরক্ষা এ্যাপস (www.shurokkha.go.bd) রেজিস্ট্রেশনপূর্বক টিকা গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও বিদেশগামীরা আমি প্রবাসি (www.amiprobashi.com) এ্যাপস এ রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমান এমপি মহোদয় নবাবগঞ্জ উপজেলার সর্বসাধারণের জন্য টিকা পাওয়ার ব্যাপারে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.শহীদুল ইসলাম বলেন, দ্বিতীয় ধাপে নতুন করে এ উপজেলার জন্য ৭ হাজার ডোজ সিনোফার্ম এর কোভিড-১৯ এর টিকা বরাদ্দ হয়েছে। ৭ হাজার টিকার মধ্যে ৩ হাজার টিকা হাসপাতালে পৌছেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ