বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কেরানীগঞ্জে দু:স্থ অসহায় ও নিন্ম আয়ের পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯ আর্টিলারী ব্রিগেড এর সাবির্ক তত্ত্বাবধানে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ব্যবস্থাপনায় রোববার বিকালে রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। পাশাপাশি জনসাধারনকে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনামুলক প্রচারনা চালান সেনাবাহিনীর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর উপ-অধিনায়ক মেজর সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ ও ক্যাপ্টেন মো: ফাহমিদ ওয়ারা আকাশ।
মেজর সৈয়দ শাফিউল ইসলাম জানান, ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই ঢাকার জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরন করা হচ্ছে। পাশাপাশি সরকার আরোপিত স্বাস্থবিধি মেনে চলার ব্যাপারে জনসাধারনের মাঝে সচেতনতামুলক প্রচারনা চালানো হচ্ছে। আগামীতে এসব উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পিং করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন