ঢাকার ধামরাই উপজেলায় একটি মসজিদের সিড়িতে ফেলে যাওয়া এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ধামরাই থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের সিড়িতে ফেলে যাওয়া শিশুটিকে মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ৫/৭দিন বয়সী নবজাতক ছেলে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
ওসি দীপক প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, রাতে স্থানীয়রা এক শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে মসজিদের সিড়িতে গিয়ে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক আছে।
উপজেলা সমাজ সেবা অফিস শিশুটির দেখভাল করছে জানিয়ে ওসি বলেন, শিশুটির পরিচয় শনাক্ত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় শনাক্ত করা না গেলে শিশুটিকে ঢাকার আজিমপুর সরকারি শিশু নিবাসে পাঠানো হবে। সেখান থেকে শিশুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন