1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

দোহারে ২৫৩ পরিবার পেল সরকারের ‘ঈদ উপহার’

নিজস্ব প্রতিবেদক। প্রিয় বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৯৫৫ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার ২৫৩টি পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র দোহারের মৈনট ঘাটের ৬০ জন ট্রলার চালক, পৌর এলাকার ভাসমান ৭০টি পরিবার এবং ১২৩ জন বাউল শিল্পীকে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এসময় সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিশেষ করে ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি সংকটে থাকা মানুষের ঘরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, ঈদের দিনে কেউ যাতে খাদ্য সংকটে না থাকে সেকথা বিবেচনায় নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে দোহার থানা পুলিশও সহযোগিতা করছে আমাদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ