কেরানীগঞ্জে দুপুর দুইটার পর সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। খোলা থাকবে শুধু ওষুধের দোকান। রবিবার রাতে উপজেলা প্রশাসন থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অমিত দেবনাথ তাঁর দপ্তরের ফেসবুক আইডি থেকে এ নির্দেশনার কথা বলেন। ওই নির্দেশনায় বলা হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। দুপুর দুইটার পর ওইসব দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে খোলা থাকবে শুধুমাত্র ওষুধের দোকান। এ নির্দেশনা সোমবার (৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য যে, রবিবার কেরানীগঞ্জ উপজেলায় ৬৮ বছর বয়সী একব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ মডেল টাউনের পুরো এলাকা লকডাউন করে মোট ১৮২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে ওই উপজেলার দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সকল কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো কেরানীগঞ্জের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও জিনজিরা ডায়াগনস্টিক সেন্টার।
Leave a Reply
You must be logged in to post a comment.