দোহার উপজেলা পৃর্ব বাজার উন্নয়ন সমিতির কার্যকারি পরিষদ নির্বাচন -২০২৩ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
এতে সভাপতি পদে রাহিম হোসেন রুবেল ছাতা প্রতিক ও মোঃ মানিক বাইসাইকেল প্রতিক, সাংগঠনিক পদে মোঃ সেলিম সেলাই মেশিন, মোঃ পারভেজ গরুর গাড়ি ও কোষাধ্যক্ষ পদে মোঃ সোহেল আম এবং মোঃ নাদিম আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে সাধারন সম্পাদক পদ, সহ সভাপতি,সহ সাধারন সম্পাদক,দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক,ক্রীড়া সম্পাদক ও সাধারন ৬ জন সদস্য পদে একাধিক মনোনয় পত্র জমা না হওয়ায় বিনা প্রতিদন্দিতায় ওই প্রার্থীরা জয়লাভ করে।
মোট বাজারের ৩৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করছেন।

এতে বেশ কয়েকজন নারি ভোটারকেও তাদের ভোট প্রদান করতে দেখা যায়। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ভোট নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রে রয়েছে আইনশৃংখলাবাহিনী।
নির্বাচন প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা আরিফা বানু, সহকারি প্রিজাইডিং সমবায় সহকারি অফিসার মামুন হোসেন নির্বাচন পরিচাল কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী খান, সদস্য ডাঃ শফিউদ্দিন, সদস্য আব্দুল বাড়ি বারেক নির্বাচনি দায়িত্বপালন করছেন।
মন্তব্য করুন