করোনা সংক্রমন রোধে সচেতন করতে ঢাকার দোহারে মাঠে কাজ শুরু করেছে সেনাবাহিনী।
শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, সেনা বাহিনী এবং পুলিশ প্রশাসন যৌথভাবে সচেতনতামূলক এ কর্মসূচীতে অংশগ্রহণ করেণ। এসময় সেনাবাহিনীর সদস্যরা সচেতনতামূলক বিভিন্ন প্লাকার্ড প্রদর্শণ করেণ এবং ঘরে থাকার জন্য হ্যান্ড মাইকে অনুরোধ করেন।
এসময় তারা হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন প্রবাসীর বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নেন। সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করায় ঝনকি গ্রামের রবিউল ইসলাম নামে এক ইতালি প্রবাসীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বাড়িটি লক ডাউন করে দেওয়া হয়।
মন্তব্য করুন