ঢাকার দোহার উপজেলায় বাউল পরশ আলী দেওয়ান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দোহার পৌরসভা শাখার আয়োজনে বুধবার সকালে উপজেলার চৌধুরীপাড়া সোনা মিয়ার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
দোহার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম শুকুরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ হোসেন খান, দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য তেনজিন চৌধুরী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোহার উপজেলার সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, পৌরসভার সভাপতি আকাশ মাদবর।
অনুষ্ঠানের পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দোহার পৌরসভার সাধারণ সম্পাদক আল-ফাহাদ বেপারী। সহযোগিতা করেন দোহার পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
ফাইনাল খেলায় দোহার বয়েজ ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তর জয়পাড়া আলেকশাই একাদশ।
মন্তব্য করুন