1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুটি ট্রাকের দুই সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক চালক।

বুধবার হাসাড়া হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মহাসড়কে মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ট্রাকের চালকের সহকারী মো. ইমন (২৫) ও হোসাইন শেখ (২০)।

এ ঘটনায় আহত ট্রাক চালক সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চালকের বরাত দিয়ে এসআই খোরশেদ জানান, তার সহযোগী ছিলেন হোসাইন।ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় রাজেন্দ্রপুর এলাকায় আসার পর তাদের ট্রাকের সামনের চাকা ফেটে যায়। পরে মহাসড়কের পাশে ট্রাক রেখে ট্রাকের চাকা পাল্টানোর সময় ওই ট্রাকটি দ্রুতগতিতে এসে পেছন থেকে আমাদের ট্রাকে ধাক্কা দিলে আমি, আমার সহকারী ও ওই ট্রাকের সহকারী গুরুতর হই। পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ইমন ও হোসাইনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালক পলাতক রয়েছেন ও নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ