ঢাকার দোহারে পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, সোমবার রাতে উপজেলার ইউসুফপুর বাজার থেকে রাইপাড়া নাগেরকান্দা গ্রামের মোঃ সালামের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ি রনি ও শেখ মঙ্গলের ছেলে নিজামকে আটক করে দোহার থানার এএসআই নান্টু কৃঞ্চ মজুমদারের নেতৃত্বে দোহার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্বার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগেও দোহার থানায় তাদের বিরুদ্ধে মাদকের মামলা ও অভিযোগ ছিল।
এছাড়া গত শনিবার উপজেলার করম আলী মোড় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার আকবপুর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুমারপাড়া দেয়াবাড়ি এলাকার হরমুছ আলীর ছেলে মোঃ বাবু (২৪) ও কেরানীগঞ্চ উপজেলার কেরামত আলীর ছেলে মোঃ দ্বীন ইসলাম (৩০) কে আটক করেছে দোহার থানার এএসআই নান্টু কৃঞ্চ মজুমদারে নেতৃত্বে একদল পুলিশ। এদের মধ্যে মোঃ বাবু বর্তমানে কেরানীগঞ্জেরর আটিবাজার ঘারারচর বিডিআর বাড়ী সংলগ্ন মাস্টার বাড়ীর ভাড়াটিয়া বলে জানা যায়। তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্বার করা হয়।
মন্তব্য করুন