ঢাকার দোহার পৌরসভায় নবনির্বাচিত পৌর পরিষদ এবং সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো. সাজ্জাত হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি সহ নব নির্বাচিত কাউন্সিলর ও পৌরবাসীগণ।
এ সময় পৌরসভার নানাবিধ সমস্যা ও তার সমাধানে আলোচনা করা হয়।
মন্তব্য করুন