ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাট সংলগ্ন ইছামতি নদীতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর নির্দেশে দখল মুক্ত করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, হাগ্রাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাট সংলগ্ন ইছামতি নদীতে অবৈধভাবে বিনোদন কেন্দ্র তৈরী করছিলেন স্থানীয় আরিফুর রহমান খান।অবৈধভাবে নদী দখল করে কেউ স্থাপনা তৈরী করতে পারে না। শনিবার প্রশাসনের নজরে এলে তা ভেঙ্গে ফেলা হয় এবং দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
তিনি এ ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করে বলেন,অবৈধ দখলদার যেই হোক তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন