ঢাকার দোহারের বিলাসপুরের পূর্বচর এলাকার ভাই ভাই গরুর ফার্মে টাইটানিক গরুকে বিক্রি করতে ফার্মের সামনে প্রদর্শনের জন্য নেওয়া হওয়া মাত্র আজ শুক্রবার সকাল ৮টায় ‘টাইটানিকটি’ কিনে নেন এক ক্রেতা। পছন্দ হওয়ায় টাইটানিককে সাড়ে তিন লাখ টাকায় কিনে নেন ক্রেতা।

টাইটানিক ছাড়াও ভাই ভাই ফার্মে ‘লাল পাহাড়ের’ মত দৃষ্টিনন্দন গরু সহ অসংখ্য গরু রয়েছে। যা দোহার-নবাবগঞ্জের অনেক হাটের গরুর চেয়ে ভিন্ন মাত্রার ও ক্রেতার দৃষ্টি করছে বলে জানান খামারের মালিক মো. আলাউদ্দিন।
মন্তব্য করুন