ঢাকার তেজগাঁও অবস্থিত অসহায় গরীব শিশু পরিবার বালিকা এতিমখানার সোনামনিদের সাথে ইফতার করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় তেজগাঁও শিশু পরিবার বালিকা এতিমখানার সোনামনি সাথে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার, সমাজসেবা অধিদফতর মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম চৌধুরী সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী।
এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিশুদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে পেয়ে দারুন খুশি হয়েছে এতিমখানার সোনামনিরা।
Leave a Reply
You must be logged in to post a comment.